রাঙা প্রভাত ডেস্ক:- ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। ঘনকুয়াশার কারনে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে ছোটবড় শতাধিক পরিবহন আটকা পড়ে।

২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেয় ফেরী কর্তৃপক্ষ। পরে ২৫ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডবিøউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হন ফেরির চালকরা। এই নৌরুটে সরুচ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version