রফিকুল ইসলাম রনি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে রাতের আধারে নব উত্থান সংগঠনের পক্ষ থেকে শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর, নুতন চর, শিলন্দীয়া, ইসলামপুর ও ঠাকুরমল্লিক গ্রামের শতাধিক অসচ্ছল, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা রাতের আঁধারে বাড়িতে বাড়িতে যেয়ে ঈদ সামগ্রী অসহায় দারিদ্র পরিবারের মাঝে পৌঁছে দেওয়ায় এলাকাবাসীর কাছে প্রসংশা কুড়িয়েছেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো ২ কেজি মুরগি, ১লিটার সোয়াবি তৈল, ১কেজি পোলাউর চাল, ১ কেজি চিনি, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট ডিপ্লোমা দুধ, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ প্যাকেট ভুনা সেমাই, ১ প্যাকেট লুডুস।
এসময়ে উপস্থিত ছিলো সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ মামুন হোসেন, আব্দুল্লাহ আল-আমিন, মোঃ আরাফাত, মোঃ শৌভিন, মোঃ সাকিল, মোঃ মাহিয়ান, মোঃ মুয়াজ হোসেন, মোঃ শামিম হোসেন, মোঃ আবুবকর, মোঃ রায়হান, মোঃ রিয়াদ, মোঃ জসিম হোসেন, মোঃ ইমরুল কায়েস ইমরান, মোঃ মানিক প্রমুখ।
সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল-আমিন বলেন, “ঈদে সবার মুখে হাসি ফুটাতে এবছর আমাদের নবউথান সংগঠনের সদস্যরা প্রথম ঈদ সামগ্রী বিতরণ করে যা এবছর থেকেই এই প্রয়াস আমাদের। আগামীতে আরও বড় পরিসরে অনেক মানুষকে এই ঈদ উপহার প্রদান করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন”।