রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সমাপ্ত এবং চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ ।
তিনি উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর প্রতিটি এলাকার উন্নয়নমূলক কাজ গুলো সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১০ টার দিকে রহমাতপুর ও মাধবপাশা এ দুই ইউনিয়নের বিভিন্ন এলাকার সরকারি প্রকল্পের টিআর কাবিখার উন্নয়ন মূলক কাজ সরজমিনে যেয়ে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন সময়ে তার কাছে যেসকল কাজ সন্তোষজনক নয়৷ সেই সকল কাজ পুনরায় সম্পাদন করে বিল দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেন টি আর ও কাবিখা প্রাপ্তকারীদের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, রহমতপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন সিকদার, ইউপি সদস্যগণ, সংবাদকর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।