রাঙা প্রভাত ডেস্ক।। বরিশালের বাবুগঞ্জে একটি গ্রামীন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার সকাল ৯ ঘটিকায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা স্টেশন থেকে জামাল হাওলাদার বাড়ি পর্যন্ত এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বটতলা স্টেশন থেকে জামাল হাওলাদারের বাড়ি টি আর প্রকল্পের আওতায় এ সড়কটি নির্মাণের ফলে এটি ব্যবহারকারীদের ভোগান্তি কমে যাবে।
সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মোনাজাতে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, চাঁদপাশা ইউনিয়ন আমীর মাস্টার জাকির হোসেন।ইউনিয়ন সেক্রেটারি , মোঃ জামাল হোসনে হাওলাদার জসিম উদ্দিন আকন, মাস্টার জাহাঙ্গীর হোসেন, যুব নেতা মোঃ সবুর খান, আব্দুল হালিম প্রমুখ।