রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জে আইসক্রিম তৈরির একটি বরফকল কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে অভিযানে কারখানা মালিককে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) উপজেলার মীরগঞ্জ বাজারে
একটি বরফকল আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কামরুন্নাহার তামান্না।
বরফকল কারখানাটিতে স্যাকারিন, অননুমোদিত রং এবং ক্যামিক্যাল ব্যাবহার এবং ভুয়া লেবেল ও প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।
স্থানীয়রা জানান, এ কারখানা থেকে আইসক্রিম কিনে বাবুগঞ্জ সহ আশপাশের এলাকায় বিভিন্ন স্কুল ও কলেজের সামনে বিক্রি করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানায়টিতে তৈরি ১৩ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়েছে বলেও জনিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
অভিযানের সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ জাকির হোসাইন এবং বাবুগঞ্জ থানার পুলিশ সদস্যরা ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, উপজেলা প্রশাসন বাবুগঞ্জ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।