নিজস্ব প্রতিবেদক।।  বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা মোঃ আব্দুল মালেক পঞ্চায়েতের একমাত্র মেধাবী ছেলে  মেহেদী হাসান মুনের বিদায়ী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২৪ মে) আছর বাদ চাঁদপাশা ময়দানের হাট জামে মসজিদে পরিবারের পক্ষথেকে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম প্রিন্স, মরহুমের মেজ চাচা বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল কালাম আজাদ, ছোট চাচা শাহজালাল ইসলামী ব্যাংক পি এল সি এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সেক্রেটারি মোঃ আবুল বাশার।

উল্লেখ, মোঃ মেহেদী হাসান মুন ( ২৮ ) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর সিএম এইচএ  চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড় ঘটিকার সময়ে ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে মরহুমের  পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share.
Exit mobile version