রফিকুল ইসলাম রনি ।। বরিশালের বাবুগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার সময়ে উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর বান্দের বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ । এই কেন্দ্রের মাধ্যমে খুব সহজে ভূমি সেবা পাবেন স্থানীয়রা ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পাপীর খানম, ইউপি সদস্য কাইউম হোসেন, মনিরুজ্জামান, ইউনিয়ন আনসার কমান্ডার মহিউদ্দিন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র ইনচার্জ আল-আমিন, বরিশাল বিমানবন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি সহ স্থানীয় অধিবাসিরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী ফারুক আহমেদ বলেন, এই ভূমি সেবা কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত যতো সেবা আছে তথ্য প্রযুক্তির মাধ্যমে স্থানীয়রা তা গ্রহণ করতে পারবেন। এ জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। তাকে আর কষ্ট করে ভূমি অফিসে যেতে হবে না। মানুষকে যাতে সহজে ভূমি সেবা দেয়া যায় এ জন্য এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
তিনি আরো বলেন, এ ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত হবে। তবে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ তারা মুঠোফোনের মাধ্যমে ঘরে বসেই ভূমির সংক্রান্ত অনেক সেবা নিতে পারবেন। এটি কেবল প্রান্তিক এলাকার অনগ্রসর মানুষের সহায়তার জন্য করা হচ্ছে। আর সরকার নির্ধারিত ফি নির্ধারিত থাকায় অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ থাকছে না। আর অতিরিক্ত ফি নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্র হতে নাগরিকগন সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জামির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন। জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা প্রদানের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।