বরিশাল অফিস:- স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ‘খ’ ইউনিটের অধীন কলা ও মানবিক অনুষদের ৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড না আনায় হলে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের সবাইকে ।

খুলনা থেকে আসা পরীক্ষার্থী বিপ্লব, বাগেরহাট থেকে আসা প্রিয়া, ফরিদপুর থেকে আসা ইতি খানম, উজিরপুর থেকে আসা গোলাম রাব্বানি সহ প্রায় ৩০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড না আনায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

পরীক্ষার্থী গোলাম রাব্বানি বলেন, তড়িঘড়ি করে বাড়ি থেকে আসায় সময় এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড আনতে পারিনি। কিন্তু প্রবেশপত্র এনেছিলাম। তাও পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবেশপত্রে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া ছিল, প্রবেশপত্রের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে কিন্তু তারা এ নির্দেশনা পালন করতে ব্যর্থ হওয়ায় তাদের হলে ঢুকতে দেওয়া হয়নি।

শুক্রবার বৈরি আবহাওয়া উপেক্ষা করেই ‘খ’ ইউনিটের কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো। ডিজিটাল জালিয়াতিরোধে ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে ইলেকট্রিক জ্যামার স্থাপন করা হয়েছিলো। ‘খ’ ইউনিটে ১০ হাজার ১০৬জন শিক্ষার্থী আবেদন করেছিল। প্রত্যেক আসনের বিপরীতে ছিলো ৩৫ জন পরীক্ষার্থী। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর সরকারী বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আলেকান্দা সরকারী কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বরিশাল সরকারী মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

একইদিন বিকেল তিনটায় ‘গ’ ইউনিটে ব্যবসায় অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘গ’ ইউনিটের তিনশ’ আসনের বিপরীতে ছয় হাজার ১২ জন আবেদনকারী থাকায় প্রত্যেক আসনের বিপরীতে ১৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

Share.
Exit mobile version