বরিশাল অফিস:- নগরীসহ জেলার প্রতিটি উপজেলা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পৌষের বৃষ্টিতে বেড়েছে শীত। শীতল হাওয়ার সাথে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে শুক্রবার দিনভর শীতের প্রকোপ আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। খানাখন্দে পানি জমে নগরীর রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পরেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ না বের হচ্ছেন না। কখনো থেমে থেমে মাঝারি আকারে আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বরিশাল নগরীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা রয়েছে।

বরিশালের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরও ২/১ দিন এ আবহাওয়া বিরাজ করতে পারে। বৃহস্পতিবার রাত নয়টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি শুক্রবার সকালে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Share.
Exit mobile version