রাঙা প্রভাত ডেস্ক:- জনপ্রিয় সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই। ২৯ ডিসেম্বর রোববার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫১ বছর।

রাত ১০টার দিকে তিনি নিজ বাসায় অুসুস্থ হয়ে পড়লে তাকে বারডেমে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন। দীর্ঘদিন তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।

সংগীতশিল্পী রুপতনু দাশ শর্মা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসাতেই হার্ট-অ্যাটাক হয়। পরে হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাসুদেব ঘোষের মরদেহ শেষ বিদায়ের জন্য নেয়া হবে মগবাজারের বাসায়। তারপর রাতেই তার জন্মস্থান চট্টগ্রাম বোয়ালখালীর কানুনগো পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই শেষকৃত্য করা হবে।

সুরকার বাসুদেব ঘোষ ১৯৯৫ সাল থেকে কাজ করে আসছিলেন। তার সুরে অন্যতম গানের মধ্যে রয়েছে- ‘তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘দেহ মাদল’।

২০১১ সাল থেকে তিনি অনেকটা নিভৃতে নিজ উদ্যোগে কাজ করছিলেন ইতিহাসের সবচেয়ে বড় দেশাত্মবোধক গানের অ্যালবাম নিয়ে।

Share.
Exit mobile version