সভাসদ
মুহাম্মদ সাঈদ
দেবলীনা,আমারে দলিত করো সভাসদ নাইবা বানালে
তোমার যেমন ইচ্ছে প্রচ্ছন্ন সকালে,
গোধুলী আলোয় কিংবা নিঃস্ব বিকালে
হৃদয়ে দাড়ি,কমা,বিরামচিহ্ন কিছুই দিওনা
দিওনা হসন্ত,কোলন-সেমিকোলন,
আত্মশোধন করে স্বার্থপরতা কিছু করে প্রশমন।
দেবলীনা আমারে দুঃখী করো দৈবচক্রে ফেলে
নীলাকাশ,বৃক্ষরাজি মহাপৃথিবীর সমান্তরালে
মফস্বলের দুঃখ নিয়ে একদিন পরিচিত শহরতলীতে
আরো কিছুদিন জমা রেখে তোমার থলীতে
অদৃষ্টের মুখোমুখি জ্বালিয়ে কালের লন্ঠন
আমারে করো না হয় তোমার বিরাগভাজন।
ভাগ্যের সংহারে দিওনা টেনে নিষ্কলুষ উপসংহার
অঙ্গীকার ভেঙ্গোনা অন্য কারো অর্ধাঙ্গী হয়ে অতঃপর
সভ্যতার জানাশোনা পথে সহাস্যে করলে পথিক
ঠিক ঠিক লিখে দেব অন্তহীন সময়ের কিছু অন্তঃসার
তোমার যেমন ইচ্ছে,যেমনই হোক প্রয়োজন
দেবলীনা,আমায় করোনা কভু বিরাগভাজন।