রাঙা প্রভাত ডেস্ক:- মূলত তাসকিনের আগুনঝরা বোলিংয়েই টানা দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রেঞ্জার্স। শক্তিশালী রাজশাহী রয়্যালসকে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তাসকিনের রংপুর। আর এটি রাজশাহীর টানা দ্বিতীয় পরাজয়।
এ ম্যাচের পরেও পয়েন্ট টেবিলে কোনো রদবদল আসেনি। আট ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের চার নম্বরেই রয়ে গেছে রাজশাহী। সমান ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েও ছয় নম্বরের ওপরে উঠতে পারেনি রংপুর। তবে শেষ চারে খেলার আশা ঠিকই বাঁচিয়ে রেখেছে শেন ওয়াটসনের দল।
নিজের স্পেলের ৪ ওভারের মধ্যে একটিতে ১৫ রান খরচ করলেও, তাসকিন বাকি ৩টিতে ছিলেন মিতব্যয়ী। একইসঙ্গে তুলে নিয়েছেন ৪টি উইকেটও। অথচ টুর্নামেন্টে এর আগে খেলা তিন ম্যাচে ৬ ওভার বোলিং করে ৭৬ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি তাসকিন। ফেরার ম্যাচটিকে স্মরণীয় করেই দলকে জেতালেন তিনি।
তাসকিন আঘাত হানেন নিজের পরের ওভারেও। দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন ও অলক কাপালি। নবম ওভারে ফের আক্রমণে এসে তাসকিন প্রথম বলে সাজঘরে ফেরান লিটনকে। ঠিক পরের বলেই দারুণ এক ইনসুইঙ্গারের সরাসরি বোল্ড করে দেন পাকিস্থানি অলরাউন্ডার শোয়েব মালিককে।
শেষপর্যন্ত তাসকিনের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট। লুইস গ্রেগরি ৪ ওভারে ২৮ রানে নেন ২টি উইকেট। কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করেন মোস্তাফিজ। একটি মেইডেনও নেন তিনি।