রাঙা প্রভাত ডেক্স:- ৪ জানুয়ারী শনিবার বিকেলে কক্সবাজারের ঈদগাঁর ইসলামাবাদ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের কাইস্যার ঘোনা এলাকায় হাতি শাবকের পাশে মায়ের গুলিবিদ্ধ মরদেহ ও মাকে পাহারা দিচ্ছে সে (হাতি শাবক) এমন দৃশ্য দেখা যায়। বাচ্চা হাতিটি মায়ের কাছে বার বার শুয়ে পড়ছে, এমনকি কান্নাও করছে।
বিকেলে ওই এলাকায় রাবার বাগানের শ্রমিকরা একটি মৃত হাতির সন্ধান পান। এসময় মায়ের প্রতি হাতি শাবকের এ দৃশ্য দেখে এলাকাবাসি আবেগাপ্লুত হয়ে পড়ে।
রাবার বাগানের শ্রমিকরা জানান, শনিবার সকাল থেকে মা হাতিটি অস্থির ছিল এবং বাচ্চা নিয়ে ছোটাছুটি করছিল। দুপুরে হঠাৎ দেখি হাতিটি মারা গেছে।
তারা আরো জানান, হাতিটির শরীরে বেশ কিছু গুলির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা কয়েকদিন আগে মা হাতিটিকে গুলি করেছিল আর এর অসহ্য যন্ত্রণায় হাতিটির মৃত্যু হয়েছে।
কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি বাচ্চা হাতিটি মা হাতির মরদেহ পাহারা দিচ্ছিলো। শাবকটি সেখান থেকে সরছিল না।