রাঙা প্রভাত ডেক্স: চট্টগ্রামের গায়ে হলুদের এক অনুষ্ঠান নিয়ে সোচ্চার সামাজিক যোগাযোগ মাধ্যম। শহরের নাসিরাবাদ শিল্প এলাকার ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টসের মালিকের একমাত্র কন্যার গায়েহলুদে নিজ কারখানার দেড় হাজার শ্রমিককে নিমন্ত্রণই এর  আলোচিত কারণ।

চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আজ এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেড় হাজার গার্মেন্টস শ্রমিকের অংশগ্রহণে এস এম আবু তৈয়ব একমাত্র কন্যা প্রীতির গায়েহলুদ অনুষ্ঠিত হয়। কারখানার সব নারী শ্রমিককেই হলুদ শাড়ি ও পুরুষেদের একই রঙের পাঞ্জাবি দিয়েছেন তিনি। নিজের স্ত্রী ও স্বজনদের জন্য যা কিনেছেন, ঠিক একই কাপড় কিনেছেন কারখানার দেড় হাজার শ্রমিকের জন্য। আর এ কারনেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন এবং প্রশংসা কুড়িয়ে নিয়েছেন।

কন্যার সঙ্গে এস এম আবু তৈয়ব

এস.এম. আবু তৈয়বের একমাত্র কন্যা প্রীতির বিয়ে হচ্ছে ঢাকার বারিধারার আসলাম মোল্লা ও রুবিনা মোল্লার পুত্র শফিউল ইসলাম মোল্লার (নিলয়) সঙ্গে।

ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টসের মালিক এস.এম. আবু তৈয়ব বলেন, এটা প্রচারের জন্য নয়। গার্মেন্টস কারখানার এই খেটে খাওয়া শ্রমিকদের প্রচুর ভূমিকা রয়েছে আমার জন্য, আমার কন্যার জন্য, পুরো পরিবারের জন্য। এরাইতো রক্ত ঘাম দিয়ে আমাকে এই অবস্থানে এনেছেন। আমার সন্তানকে একটি মর্যাদার আসন দিয়েছেন। আমি মনে করি, এরা আমার পরিবারের অংশ। তাই মেয়ের গায়েহলুদের অনুষ্ঠানটি আমি তাদের সঙ্গে করেছি। আজ বিয়ে, সবাই তার জন্য দোয়া করবেন।

Share.
Exit mobile version