রাঙা প্রভাত ডেক্স: গত তিন দিন দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। তবে আজ সন্ধ্যার পর বাড়তে পারে শীতের তীব্রতা। কয়েকটি জেলায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এমনটা আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরাঞ্চলের দ্বারপ্রান্তে শৈত্যপ্রবাহ। ৫ জানুয়ারী রোববার সন্ধ্যা থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। সোমবার ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা আরো কমতে পারে এবং আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রোববার ঢাকা ও এর পাশাপাশের এলাকা এবং উত্তরাঞ্চল থেকে মেঘ সরে যাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে। পূর্বাভাস অনুযায়ী দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে গেলে এ মাসে শীতের তীব্রতা বাড়বে।