নিজস্ব প্রতিবেদক:

জেলার বাবুগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ- ২০২০। এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জ থানার সুযোগ্য ও চৌকস অফিসার (ওসি) মিজানুর রহমান-এর দিকনির্দেশনায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাবুগঞ্জ থানা ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র।

 

আজ ৫ জানুয়ারী রোববার শুরু হয়েছে পুলিশ সপ্তাহ। আর শেষ হবে ১০ জানুয়ারী। এ উপলক্ষে বাবুগঞ্জ থানা-পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

 

বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বাবুগঞ্জ থানা ও আগরপুর তদন্ত কেন্দ্র। বর্ণাঢ্য , র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় সভাসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য জনসচেতনতার লক্ষ্যে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

 

বাবুগঞ্জ থানা-পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনায় এবং আনন্দমুখর পরিবেশে পুলিশ সপ্তাহ ২০২০ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় বাবুগঞ্জেও বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ পালন করা হবে আর এজন্য নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।

 

আগামী শুক্রবার আইন-শৃঙ্খলা ও অপরাধসংক্রান্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে শেষ হবে পুলিশ সপ্তাহের নানা আয়োজন।

Share.
Exit mobile version