বরিশাল অফিস:- বরিশালসহ উপকূলীয় ১৩ জেলায় শুরু হয়েছে মৎস্যসম্পদ ধংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে ‘বিশেষ কম্বিং অপারেশন’। মৎস্যসম্পদ বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, মুন্সিগঞ্জ, নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় এই অভিযান শুরু করা হয়েছে। অভিযান সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন মৎস্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার সকালে জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানান, মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের কীর্তনখোলা নদী থেকে কোস্টগার্ডের সহায়তায় জেলা মৎস্য অফিস এই অভিযান শুরু করে। পরে জেলার বিভিন্ন নদীতে দিনব্যাপী অভিযান চালানো হয়। তিনি আরও জানান, প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি এই অভিযান চালানো হবে। সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযানে মৎস্য বিভাগকে সহযোগিতা করছে।

Share.
Exit mobile version