বরিশাল অফিস:- জেলার আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড় গ্রামে সুদের টাকা পরিশোধ করার পর সুদীমহাজনের কাছে গচ্ছিত স্বাক্ষর দেয়া কাগজ ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গুরুত্বর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতাল ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত পলাশ হালদার জানান, গত এক বছরপূর্বে কান্দিরপাড় গ্রামের শিখা ঘটকের কাছ থেকে বছরে ১০ মন ধান দেয়ার কথা বলে তিনি সাদাকাগজে স্বাক্ষর দিয়ে বিশ হাজার টাকা গ্রহন করেন। অতিসম্প্রতি শিখা ঘটকের কাছ থেকে নেয়া সুদের সমূদয় টাকা ও ১০ মন ধান ফেরত দেয়া হয়। পরবর্তীতে তার স্বাক্ষরিত কাগজ ফেরত চাওয়া হলে তিনি (শিখা) নানা তালবাহানা শুরু করে। বৃহস্পতিবার সকালে শিখা টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করে আরও বিশ হাজার টাকা দাবি করে।

এনিয়ে উভয়েরমধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে শিখা ঘটকের পুত্র সজলের নেতৃত্বে পলাশকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পলাশকে রক্ষার জন্য তার ভাই প্রফুল্ল হালদার ও এক পথচারী এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

পলাশ হালদার আরও জানান, সুদের টাকার জন্য কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর শিখা ঘটক উল্টো তাদের নামে থানায় মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অস্বীকার করে শিখা ঘটকের কন্যা শিল্পী ঘটক জানান, পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে পলাশ ও তার লোকজনে তাদের উপর হামলা চালিয়েছে।

Share.
Exit mobile version