রাঙা প্রভাত ডেস্ক:- ৯ জানুযারী বৃহস্পতিবার ভোর ৬টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজী রোড এলাকায় মশার কয়েল ও খানার ডুলি (রান্নার পাতিল রাখার বক্স) তৈরি কারখানায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাজাহান জানিয়েছেন, বিদ্যুতের শকসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এর আগেও ২০১৭ সালের ১৫ অক্টোবর ভোরে ওই একই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোডের পার্শ্বে ওই মশার কয়েল ও খানার ডুলি (রান্নার পাতিল রাখার বক্স) তৈরির কারখানায় অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা ছিল না। এতে বৃহস্পতিবার ভোরে হঠাৎ অগ্নিকান্ড সংঘটিত হয়। ওই কারাখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের (ইনচার্জ) সিনিয়র স্টেশন অফিসার শাহাজাহান ও স্টেশন অফিসার মো. আব্দুল হাই বলেন, ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Share.
Exit mobile version