বরিশাল অফিস:- সিটি কর্পোরেশনসহ জেলার দশ উপজেলায় তিন লাখ ৬০ হাজার ২৪৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে ক্যাম্পেইন। শনিবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধণ করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।

অপরদিকে নগরীর ফকিরবাড়ি রোডস্থ শিকদার স্কুলে প্রেয়সী বাংলা আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে চার হাজার ১০০ জন কর্মী কাজ করছে। বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাহিদ হোসেন জানান, সিটি কর্পোরেশনের আওতায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ৬১০জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।

Share.
Exit mobile version