বরিশাল অফিস:- জেলার হিজলা উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয় আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের দন্ডাদেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

অপরদিকে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মান্নান বেপারীকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সাইফুল রাঢ়ী একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের তার নিকট আত্মীয় মান্নান বেপারীর বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরবর্তীতে সাইফুল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণীর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক ১০ জনের মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডপ্রাপ্ত সাইফুলের উপস্থিতিতে উল্লেখিত রায় ঘোষণা করেন।

Share.
Exit mobile version