বরিশাল অফিস:- জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর সংলগ্ন দক্ষিণ পাশের্^ বিশ হাজার ভোল্টের বিদ্যুত লাইনের উপর ঝুঁকিপূর্নভাবে ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বড় কসবা এলাকার হারুন-অর রশিদের পুত্র জাকির বেপারী অতিসম্প্রতি টরকী বন্দরের দক্ষিণ পাশের্^ (বড় কসবা মৌজা) বিল্ডিংয়ের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করেন। এরপর পল্লী বিদ্যুতের বিশ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি ও ক্যাবল ভবনের উপরে রেখেই ঝুঁকিপূর্নভাবে তৃতীয় তলার নির্মান কাজ শুরু করেন। ফলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে জাকির বেপারী জানান, বৈদ্যুতিক তারের চার ফুট নিচ থেকে শ্রমিকরা কাজ করছেন, এতে কোন সমস্যা হবেনা। তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Share.
Exit mobile version