বরিশাল অফিস:- ঢাকা থেকে মায়ের সাথে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল নৌরুটের এমভি সুরভী-৯ লঞ্চ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ঢাকা উত্তরা ট্রাষ্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেহেদী হাসানের তিনদিনেও সন্ধান মেলেনি।

মঙ্গলবার দুপুরে নিখোঁজ কলেজ ছাত্রের মা রেহানা পারভীন মুন্নী জানান, গত ১১ জানুয়ারি ঢাকা সদরঘাট থেকে মেহেদী হাসানকে নিয়ে তিনি সুরভী-৯ লঞ্চে পৃথক কেবিনযোগে উজিরপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত এগারোটার দিকে তার কেবিন থেকে ঘুমানোর জন্য লঞ্চের ২৩৫ নাম্বার কেবিনে চলে যায় মেহেদী। ১২ জানুয়ারি ভোরে বরিশাল টার্মিনালে লঞ্চ ভিরলে লঞ্চ থেকে নামার জন্য তিনি ছেলের অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও মেহেদী হাসান তার কক্ষে না আসায় মেহেদী হাসানের কেবিনে গিয়ে তাকে পাওয়া যায়নি।

তবে তার (মেহেদী) মোবাইল, ব্যাগ ও জুতা কেবিনে ছিলো। তিনি আরও জানান, পরবর্তীতে বিষয়টি লঞ্চের ষ্টাফদের অবহিত করা হয়েছে। এরপর অনেক খোঁজাখুজি করেও মেহেদীর সন্ধান না পেয়ে ওইদিনই কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

Share.
Exit mobile version