শীত নিয়ে গায় গীত
      আহসান হাবিব
হিম হিম এই শীতে
     কেঁপে ওঠে মনটা,
রসে ভরা হাড়ি বাঁধা
    খেজুরের ও কণ্ঠা
পিঠা পুলি ঘরে ঘরে
    আনন্দের উৎসব,
সর্ষে ফুলের হলুদ রূপে
     মৌ মৌ কলরব।
ফুলে ফুলে ভরে আছে
    ফুলের যত ডাল,
সবুজের কী সমারোহ!
    মাঠে গরুর পাল।
পাকা ধানের গন্ধে মনে
    জাগে  শিহরণ,
ফুলে ফুলে মৌমাছি দের
       মধু  আহরণ।
শীতকে নিয়ে গাইছি গীত
     লিখছি কতো ছন্দ,
সবাই মিলে বসবো পাঠে
      হবে নাতো মন্দ।
যাত্রা মঞ্চের এই দুনিয়া
   আহসান হাবিব
  জীবন নামের এই দেহটা
  রঙ্গ-মঞ্চের মাঝে
  সকাল দুপুর সন্ধ্যা রাতে
  কতো রকম সাজে!
  করছে কতো বাহাদুরি
  খেলছে কতো খেলা
  মুখে বলে ভালোবাসি
  মনে অবহেলা!
  যে জাত নিয়ে জন্মনিলে
  এই ধরণীর বুকে
  নিয়মটাও মানছে না আজ
  জাতের কোন লোকে!
  জীবনের এই শেষ বেলাতে
  মৃত্যু হবে যখন
  বিধাতার নিয়মেই মানুষ
  ধরা খাবে তখন!
  এতো কিছুর পরও মানুষ
  সুপথ মুখি হলো না
  মানুষ হয়ে মানুষের সাথে
  করছে এতো ছলনা!
Share.
Exit mobile version