রাঙা প্রভাত ডেস্ক:- টানা ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানিয়েছেন, বুধবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

তিনি বলেন, গত এক সপ্তাহের তুলনায় ঘন কুয়াশার পরিমাণ আজ বেশি হওয়ায় রাত সোয়া ৩টা থেকে শাহজালালে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়।

গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

উল্লেখ্য, সাধারণত বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে ফ্লাইট ওঠানামা করতে পারে না।

Share.
Exit mobile version