নয় কিছু আর
জিনাত জাহান খান

তখন আমরা আমাদের ঘড়ির কাঁটায় ইচ্ছে
টুকে রাখতাম- ফুলে। ব্যক্তিগত বেদনায় কাঁপা
অবিনাশী গান ভেঙে ভেঙে যখন নিস্ফল অন্ধ
বিনির্মাণ চলে আহত আঙ্গুলের-অস্থিরতায়-
তখন আমরা আমাদের ছাদ বারান্দায় বসে
অবদমনের সমূহ পৃষ্ঠায় ঘুড়ি আঁকি একমনে
আর সুতো ছাড়ি, সাদা এক সুতো দিতে থাকি ছেড়ে।
যখন বাসনাগুলো ঢেকে যাবে বোধের লবণে-
জন্ম নেবে বিষের কীটানু, নেমে গেলে বক্ষতলে..

Share.
Exit mobile version