Print Friendly, PDF & Email

রাঙা প্রভাত ডেস্ক:- কক্সবাজারের টেকনাফ উপজেলায় বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২৩ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাহারছড়াা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

পরে সেখান থেকে ১৮ নারী, এক শিশু ও তিন পুরুষকে উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের যার যার শিবিরে ফেরত পাঠানো হবে।

Share.
Exit mobile version