বরিশাল অফিস:- জেলার গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নুরে আলম বাবুল খান এবং তার সহযোগিদের হামলায় এক আইনজীবী আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রধান অভিযুক্ত বাবুল খানকে গ্রেফতার করেছে। মাদক মামলায় আটমাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বাবুল।
২৭ জানুয়ারি সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে কাছেমাবাদ বাসষ্ট্যান্ড থেকে বাবুল খানকে গ্রেফতার করা হয়। সূত্রমতে, নিজ হেফাজতে ইয়াবা রেখে বিক্রির মামলায় অতিসম্প্রতি আদালতের বিচারক বাবুল খানকে সাত মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন। এ ঘটনায় বাবুল খান ও তার সহযোগিরা একই গ্রামের আইনজীবী এ্যাডভোকেট সাইদুর রহমান সুজনকে অভিযুক্ত করে। রবিবার সন্ধ্যায় বাবুল খান তার সহযোগিদের নিয়ে ওই আইনজীবীর ওপর হামলা চালিয়ে আহত করে। ওইদিন রাতেই এ্যাডভোকেট সুজন থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে বাবুল খানকে গ্রেফতার করেছে।