জেষ্ঠ্য প্রতিবেদক:- জেলার বাবুগঞ্জের ঐতিহ্যবাহী রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৪৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দু’দিনব্যাপী ওই বর্ণিল অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক অধ্যক্ষ শাহজাহান মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন এমপি।
বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মাসুদ আহমেদ খান, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান, ডাঃ ওয়াজেদ আলী হাওলাদার, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না।
সহকারী শিক্ষক রিপন কুমার ঘরামীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর শিকদার। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য ক্রীড়ানুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ক্রীড়া) হারুন অর রশিদ। এসময় সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অব.) আনসার উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল লতিফ হাওলাদার, সিনিয়র শিক্ষক আবদুল আজিজ, জমিদাতা পরিবারের সদস্য ফিরোজ হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাব সম্পাদক রোকনুজ্জামান সোহাগ, কার্যনির্বাহী সদস্য আল-আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।