বরিশাল অফিস:- জেলার মুলাদী উপজেলার মোল্লারহাট বাজারের মুদি ব্যবসায়ী মোকলেস খানকে (৪০) পূর্ব শত্রæতার জেরধরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ৩১ জানুয়ারি শুক্রবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোকলেস মারা গেছেন। এরআগে ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে তার ওপর হামলা চালানো হয়। নিহত মোকলেস খান আলিমাবাদ গ্রামের মৃত মোজাম্মেল খানের পুত্র।
নিহতের স্বজনরা জানান, মোকলেস খান শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নাসির ফকিরের বাড়ির সামনে পৌঁছলে নেছার উদ্দিন শিকদারের নেতৃত্বে তার সহযোগি সলেমান, মোজাম্মেল, আলতাফ, শাহীন, রুবেল, জামাল, আলামিন, আরিফ, নাসির, কালাম হাওলাদার, সাইদুল হাওলাদারসহ ১৫-২০ জনে তার পথরোধ করে হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। খবর পেয়ে মোকলেস খানের স্ত্রী ও প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মুলাদী থানার বোয়ালীয়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মোকলেসকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোকলেস খানের মৃত্যু হয়।