নিজস্ব প্রতিবেদক, বরিশাল:- জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলন্দীয়া রাাস্তার মাথার হাট জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে বাইতুল নুর জামে মসজিদ এবং শিলন্দীয়া বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে দুইদিন ব্যাপী ২য় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল বৃস্পতিবার মধ্যরাতে সম্পন্ন হয়েছে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠিত মাহফিলে বাইতুল নুর জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আনিসুজ্জামান নান্নু‘র সভাপতিত্বে প্রথম দিন বুধবার প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন টাঙ্গাইল কালিহাতীর নারান্দিয়া নুরুল উলুম নিজামিয়া মাদরাসা জামে মসজিদের খতিব ও শিক্ষা সচিব মোঃ মাসউদুর রহমান সিদ্দিকী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন গৌরনদীর আল-মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শওকত হোসেন নোমানী।
বাইল নুর জামে মসজিদ, শিলন্দীয়া বাজার কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজাঙ্গীর নগর ইউপি পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনিছুর রহমান মোল্লা।
এছাড়াও বাইতুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নজরুল ইসলামের সঞ্চনায় অন্যান্যদের মধ্যে হাফেজ মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা মোঃ নোমাইন হোসাইন, বীরমুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত উদ্দিন টুলু সরদার, মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।
মাহফিলের ২য় দিন বৃস্পতিবার প্রধান বক্তা হিসেবে মাহফিল অনুষ্ঠানে ওয়াজ পেশ করেন মেহেরপুরের নিশিপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বাহরাইন প্রবাসী আলহাজ¦ হযরত হাফেজ কারী মোঃ সোলাইমান জাহাপুরী সাহেব।
দোয়া ও মাহফিলের দুইদিনই বাদ আছর থেকে শিলন্দীয়া জামে সমজিদ মাঠে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাহাঙ্গীরনগর ও কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মুসলিম জনতাসহ আশপাশের প্রায় হাজার ইসলাম প্রিয় জনতা মাহফিল স্থলে অংশ গ্রহন করেন।
বৃস্পতিবার মাহফিলের দিবারাতে সকল মানুষের জন্য শান্তি কামনায় ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দুইদিন ব্যাপি দোয়া ও মাহফিল শেষ হয়।
উক্ত দুইদিন ব্যাপী মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন মোঃ আমির হোসেন টুলু এবং মাহফিলের ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন বাইতুল নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ নান্নু হাওলাদার ও সহ-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।