“” এই বসন্তে “”
উৎপল চক্রবর্তী
কুহু কুহু কোকিলের ডাক, হৃদয়ে বেজে যায়।।
মনে হয় যেন কি যেন,
বলতে চায়,না বলা মোর কথা, কৃষ্ণ চুরা খোঁপায় গুঁজে, জমির আইল ধরে,
দুহাত মেলে, ফাল্গুনের, বাতাসের সাথে, মিতালী করে, দৌড়ে চলে ঐ তেপান্তরে,
কি বলছিস ওরে কোকিল,
এই বসন্তে,বলোনা মোর কানে, বলে দিস তাকে তুই,
সে যেন আসেনা মোর কাছে,
তার কথা শুনলে মোর,
এ— দুচোখ লজ্জায় যায় যে বুজে।।

Share.
Exit mobile version