নিজস্ব প্রতিবেদক:- জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বাজারে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
আটককৃতদের মধ্যে কসিম উদ্দিন (৩৮) ভুতেরদিয়া গ্রামের আলী আহম্মেদ চৌকিদারের পুত্র, কালাম দালাল (৪০) ইসলামপুর গ্রামের শফি দালালের পুত্র ও মোস্তাফিজুর রহমান (৩৬) জাহাপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। তারা সবাই বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৮ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে র্যাব-৮ এর সদস্যরা বাবুগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আগরপুর কাঁচা বাজারস্থ “মুন লাইট টেইলার্স” দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে উল্লেখিতদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ প্রায় অর্ধ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাবের ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।