ঘুড়ি ও নাটাই’য়ের কথোপকথন

পরিনা

ঘুড়ি,শেষ বারের মতো বলছি তোমায়
ফিরে এসো ভালোয় ভালোয়
নইলে নাটাই এবার সত্যি সত্যিই যাবে চূলোয়।

ঘুড়ি হেসে বলে নাটাই’রে
ওহে নাটাই তুমি ভয় দেখাও কারে!!
অনেক আগেই তোমা হতে আলগা করেছি নিজেরে।
তোমার আমার মাঝে যখন,
ছিলো সূতোর বাধন
টাননি আমায় কাছে তখন
বরং মজা পেয়েছো আমায় উড়িয়ে ইচ্ছে মতোন।
একবারও ভাবনি আমারও ক্লান্তি আছে
আমি যতোই আসতে চেয়েছি তোমার কাছে
তুমি ততোই বেশি বেশি আমায় উড়িয়ে দুরত্ব বাড়িয়েছো আমাদের মাঝে।

ওহে নাটাই স্বৈরাচারী শাসক তুমি
নিজের ইচ্ছেকেই করেছো দামী।
তোমার সাহায্যে আমি উড়ি
তাই তোমার এত বাহাদুরী!!
কষ্টে আর অভিমানে সূতোর বাধন করলাম ছিন্ন
আমরা দুজন এখন সম্পূর্ণ ভিন্ন।
আমি এখন সূতো কাটা ঘুড়ি
যতক্ষণ পারি নিজের ইচ্ছেতেই উড়ি
নিজ স্বাধীনতা মুল্যহীন করে
কি হবে পর-স্বাধীনতায় উড়ে!!
তারচেয়ে ঢেড় ভালো নিজ স্বাধীনতায় মুখ থুবড়ে থাকবো পরে।

 

সেলফি

পরিনা

সমস্ত কষ্ট আর অভিমান ভুলি
এসনা গো দুজন মিলি
একটি সুখের সেলফি তুলি
কষ্টের সেলফিগুলো রিমোভ করে
সুখের সেলফিটা আপলোড করি মনের ফেসবুক ঘরে।
এসো সমস্ত কষ্ট ভুলি
একটি সুখের সেলফি তুলি।

মাত্র এক

পরিনা

যে ‘এক’কে তোমার মাত্র মনে হয়
সেই ‘এক’ বিহীন তুমি কখনোই হাজার হতে পারবেনা
সারাজীবন রয়ে যাবে নয়শত নিরানববই।

লক্ষ হয়ে যে ‘এক’কে মনে করো নগন্য
লক্ষর ঘরে ‘এক’ না থাকলে
তুমি শুধুই শূণ্য।

Share.
Exit mobile version