মুহাম্মদ সাঈদঃ- মিলন খান মূলত কাব্যিক ও নান্দনিক ধারার গান রচনা করেন। এ যাবত তিনি অসংখ্য গান লিখেছেন। যে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন দেশের খ্যাতিমান গুণি শিল্পীরা। এর মধ্যে উল্লেখযোগ্য: সৈয়দ আব্দুল হাদির ভুল গাঙে, মেঘের পালকি,আইয়ুব বাচ্চুর ‘ময়না, তপন চৌধুরীর পাথর কালো রাত, ডাইরির পাতা, শুভ্রদেবের বুকের জমিন, সাদা কাগজ, ডলি সায়ন্তনীর বিরহী প্রহর, নিতাইগঞ্জে জমছে মেলা, রবি চৌধুরীর সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, আসিফ আকবরের কারো কথাতে তুমি কান দিও না মেয়ে, আমার স্বপ্নের নায়িকা তুমি এসডি রুবেলের আকাশের মন ভালো নেই, ফুলে ফুলে সাজিয়ে দিও, এন্ডু কিশোরের ভুলে যাও বন্ধু আকাশের গান প্রভৃতি।

এছাড়াও সম্প্রতি সময়ে তিনি তরুণ কণ্ঠশিল্পীদের মধ্যে কনিকা রায় ও মমিনের ‘রাস্তা ভরা জল’ কনিকার ‘চান্দের আলো পড়ে না রে’, অনুপমা মুক্তির ‘নীল আঁওলে আকাশ নীলে, অন্তর আমার লাল সবুজের প্রান্তর, মোমিন বিশ্বাসের আমি ডাকলে তোমার সময় হয় না, ও মানুষ তুই মানুষ হবি কবে প্রভৃতি।

কর্মজীবনের স্বীকৃতি হিসেবে তিনি বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন। তবে তাঁর সবচেয়ে বড় পুরস্কার হলো শ্রোতামহলের ভালোবাসা। ভালোবেসে গানপ্রিয় মানুষেরা তাঁকে হৃদয়ে সুন্দরতম জায়গায় স্থান দিয়েছেন।

Share.
Exit mobile version