রাঙা প্রভাত ডেস্ক:- শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়েছে। এতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত সবাই প্রাইভেটকারে ছিলেন বলে জানা গেছে।

দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর তারা ঘটনাস্থলে ছুটে যান। প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

একই সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, দুর্ঘটনার পর হাসপাতালে ইতিমধ্যেই এক নারী ও এক শিশুর লাশ এসেছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, হাসপাতালের লাশের খবর তাদের জানা নেই। তবে তাদের কাছে তিনজনের লাশ আছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও পরিচয় জানা যায়নি।

তবে প্রাইভেটকারের যাত্রীরা সবাই রাজশাহী শহর থেকে গোদাগাড়ী সদরের দিকে যাচ্ছিলেন বলে জানান ওসি।

Share.
Exit mobile version