অনলাইন নিউজ পোর্টাল ডেইলী রাঙা প্রভাত পত্রিকার প্রধান উপদেষ্টা হলেন সাবেক সচিব ও ইতিহাসবিদ আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমেদ।

তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আরজি কালিকাপুর গ্রামে ১৯৪১ সালের ১৪ অক্টোবর জন্ম গ্রহন করেন। পিতা জাহান উদ্দীন ফকির, মাতা লায়লী বেগম। সায়েস্তাবাদ এম এইচ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৫৬ সালে ম্যাট্রিক, বরিশাল বিএম কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৬৮ সালে বিএল ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়্যারম্যান ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় প্রশাসন ও অর্থনীতিতে প্রশিক্ষণ লাভের পাশাপাশি জাতিসংঘ, কমনওয়েলথ, ন্যাম ও সার্ক আয়োজিত নারী ও শিশু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

তিনি একজন ঐতিহাসিক গবেষক। প্রকাশিত গ্রন্থ বরিশালের ইতিহাস, শেরে বাঙলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দীন আহমেদ, একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, ভারত বিভাগ-ঐতিহাসিক ভুল ইত্যাদি। স্ত্রী প্রফেসর বেগম ফিরোজা। দুই সন্তান শাহরিয়ার আহমেদ শিল্পী ও শাকিল আহমেদ ভাস্কর।

Share.
Exit mobile version