বরিশাল অফিস:- করোনা ভাইরাস আতঙ্কে মাস্কের দাম বৃদ্ধি করার অভিযোগে মঙ্গলবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর ফলপট্টি, মহসিন মার্কেট ও জেলা পরিষদ মার্কেটসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে নগরীর ফলপট্টি সড়কের দুইটি দোকানের মালিককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই মোবাইল কোর্ট নগরীর হাজী মহসিন মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা ও চকবাজার রোডস্থ জেলা পরিষদ মার্কেটের একটি দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। একইসাথে কোনভাবেই জনগণকে জিম্মি করে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version