বরিশাল অফিস:- বিএম কলেজের শিক্ষার্থীরা করোনা ভাইরাস প্রতিরোধে প্রাথমিকভাবে সর্বসাধারনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন । বুধবার সকালে নগরীর সদর রোড এলাকাসহ গুরুত্বপূর্ন এলাকার পথচারি ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। একইসাথে সবাইকে মাস্ক ব্যাবহারের জন্য উৎসাহিত করা হয়েছে।

এদিকে বরিশালে মাস্ক, হ্যান্ডওয়াশ ও হ্যান্ড গেøাবস অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে তিন দোকানীকে ৬৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে সার্জিক্যাল এ্যান্ড সাইন্টিফিক স্টোর্সের মালিককে ২০হাজার, ওষুধ ফার্মেসী বিষ্ণুপ্রিয়াকে ৩০ হাজার এবং সাইট নামের একটি দোকানের মালিককে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সকালে জেলা প্রশাসকের নির্বাহী ম্যজিস্ট্রেট রোমানা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীর কাঠপট্টি, নতুন বাজার এবং জেলখানার মোড় এলাকায় অভিযান চালিয়ে উপরোক্তদের জরিমানা করা হয়েছে। ম্যাজিষ্ট্রেট জানায়, করোনা ভাইরাসকে সামনে রেখে ২০টাকার ম্যাস্ক ৩০ থেকে ১৫০টাকা পর্যন্ত বিক্রি করছিলো এসব দোকানীরা। অভিযোগের হাতে নাতে প্রমান পাওয়ায় ওনসব দোকানীদের জরিমানা করা হয়েছে।

Share.
Exit mobile version