Print Friendly, PDF & Email

বরিশাল অফিস:- নগরী ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। সহকারী পরিচালক শাহ্ শোয়াইব মিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে নগরীর শিল্পী বেকারীকে পাঁচ হাজার, ভাগ্য লক্ষী মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার, বাসুর মিষ্টির দোকানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় শওকত স্টোরকে দেড় হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ লাচ্ছি বিক্রয়ের জন্য রাখায় মুন্নি জেনারেল স্টোরকে তিন হাজার টাকা এবং বিদেশী কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় বধূয়া জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Share.
Exit mobile version