বরিশাল অফিস:- বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের বাড়ির দরজা ভেঙ্গে তুলে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল দেয়ার প্রতিবাদে ও অতি উৎসাহী জেলা প্রশাসকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে নগরীর অশি^নী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুশান্ত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, বরিশাল জাতীয় দৈনিক ব্যুরোচিফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমাউন কবীর, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মিথুন সাহা, ৭১ টেলিভিশনের বরিশাল ব্যুরো বিধান সরকার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা রাতের বেলায় ভ্রাম্যমান আদালত চালিয়ে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে বেআইনি ভাবে দন্ড দেয়ার ঘটনায় জড়িত জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।