বরিশাল অফিস:- জেলার আগৈলঝাড়া উপজেলায় অবস্থিত বিভাগীয় বেবী হোমে আশ্রিত অনাথ শিশু রোমানাকে আদালতের নির্দেশে সোমবার সকালে নিঃসন্তান দম্পত্তির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগীয় বেবী হোমের অতিরিক্তি দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, আদালতের নির্দেশে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ও প্রবেশন অফিসারের উপস্থিতিতে আট মাস বয়সের আশ্রিত অনাথ শিশু রোমানাকে ফরিদপুরের মধুখালী থানার তারাপুর গ্রামের নিঃসন্তান শিক্ষক দম্পত্তি বিকাশ রঞ্জন বিশ্বাস ও বিথী রানী বিশ্বাসের কাছে হস্তান্তর করা হয়েছে।
জন্মের পর রোমানাকে হাসপাতালে রেখে তার মা পালিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোমানাকে সমাজসেবা অধিদপ্তরে স্থানান্তর করে। এরপর শিশু রোমানার ঠাঁই মেলে বেবী হোমে।