জেষ্ঠ্য প্রতিবেদক:- মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার বাবুগঞ্জে অফিসকক্ষে নিজ অর্থায়নে বঙ্গবন্ধু কর্নার নির্মাণ করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় সংগ্রামী জীবনের বিভিন্ন দুর্লভ ছবি ও বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীসহ বিভিন্ন বই দিয়ে সাজানো হয়েছে ওই কর্নার।
সরকারি বরাদ্দ ছাড়াই নিজের বেতনের টাকা দিয়ে অফিসকক্ষে এমন অনন্য উদ্যোগ নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান খান ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার তার ওই দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তরের একটি উর্ধ্বতন প্রতিনিধি দল। এসময় তারা সমাজসেবা কর্মকর্তার এ ব্যক্তিগত উদ্যোগকে অনন্য ও অনুকরণীয় উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান। বঙ্গবন্ধু কর্নার নির্মাণ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে ঋণের অসীম দায় রয়েছে আমাদের। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে সে দায় আমি এড়িয়ে যেতে পারিনা। সমাজসেবা অফিসে সাহায্য-সহায়তা নিতে বিভিন্ন ধরনের মানুষ আসে। তাদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
তাছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকেও সেবা, গঠনমূলক কাজ ও সাজসজ্জার নির্দেশনা রয়েছে। সেই চিন্তাসহ জাতির জনকের প্রতি অসীম শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থেকেই নিজের বেতনের সঞ্চিত অর্থ দিয়ে অফিসকক্ষে বঙ্গবন্ধু কর্নার নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, সৎ, কর্মঠ ও নিষ্ঠাবান অফিসার হিসেবে বাবুগঞ্জে সুপরিচিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব এর আগেও সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি ভাতা প্রদানে ঘুষ-দুর্নীতি ও ভাতাবাণিজ্য বন্ধে উপজেলার ৬ ইউনিয়নে মাইকিং করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত প্রক্রিয়ায় বাছাইয়ের আয়োজন করে সর্বত্র ব্যাপক আলোচিত ও প্রশংসিত হন।