মুক্তির পথ
স.ম জসিম উদ্দিন
আমি দেখেছি একজন দাবারুকে বিরামহীন খেলতে
যিনি নিজের পক্ষে শেয়ান।
অন্যের জীবনে বিপন্ন হলে
তার কিছু যায় আসে না।
তিনি সমাজের দাবারু,
তিনি রাজনৈতিক দাবারু,
তিনি ব্যবসায়িক দাবারু,
তিনি প্রাতিষ্ঠানিক দাবারু।
এই দাবারুদের করতলে আমাদের আশা আকাঙ্খা পদদলিত।
আমরা নীরবে খুঁজে ফিরি
এই দাবারুদের গ্রাস থেকে
মুক্তির পথে।
গণতন্ত্র
আমাকে একটি নান্দনিক বিদ্যাপীঠ দাও
আমি একটি সুন্দর পৃথিবী দেবো।
আমাকে একজন মানুষ দাও
আমি একটি শুভ্র সাদা সমাজ দেবো।
আমাকে একটি ফর্মালিনমুক্ত শাসননীতি দাও
আমি কন্টকহীন মসনদ দেবো।
আমাকে একটি নির্ভেজাল আদালত দাও
আমি সক্রেটিসেরে দর্শন উপহার দেবো।
আমি আবিষ্কার করে দেবো একটি স্বচ্ছ গণতন্ত্র।
অন্ধকার বিশ্বময়
যে দিকে চোখ যায় দেখি
কতো শত বাহারি প্রসাদ,
যে দিকে চোখ যায় দেখি
তৈলভেজা মাতায় তৈল দেয়ার অপূর্ব উৎসব।
যে দিকে চোখ যায় দেখি
গরীব ধনীর মধ্যে বৈষম্যের পাহাড়;
শ্রমবিক্রেতা রোজ ঘাম ঝরায় অন্যের খামারে
নুন আনতে পান্তা ফুরোয়।
খামার মালিকেরা সব ফসল নিজ ঘরে তোলে।
লুটেরার নির্দেশনায় জিম্মি আজ আমাদের জীবন,
অন্ধকারে ডুবে আছে অধিকজনের ভবিষ্যত।