তানজিমা
মোঃ জাহিদ হাসান
তানজিমা-
আমার জীবনে তখন ষোলোতম বসন্ত
উত্তাল বসন্তে হঠাৎ-
বসন্তের কোকিলরূপে তোমার আগমন।
অতঃপর
বসন্তের ছোঁয়ার জীবন রাঙিয়ে দিলে
হাজারো ফুলে, অদ্ভুদ শিহরনের আস্বাদনে।
তানজিমা
তোমার হাতদুটি ধরে পাড়ি দিলাম
একে একে আরো তিনটি বসন্ত।
তোমার সৌষ্ঠব ঠোঁটের মাধুর্য
রাঙিয়ে দিলো আমায়-
অজানা এক নতুন শীহরনে।
তানজিমা-
আজ আমার জীবনের বাইশতম বসন্ত
তবে এ বসন্তে তুমি নেই।
তোমাকে ছাড়া একাই পাড়ি দিলাম-
আগামীর সব বসন্তের লক্ষ্যে
তাপাদহ কোনো গ্রীষ্মের সন্ধানে।
জানো তানজিমা
গ্রীষ্ম আমার খুব অসহ্য লাগে।
তবুও চেয়েছিলাম প্রতিটি মূহুর্ত-
তোমাকে ঘিরে বেঁচে থাকতে;
প্রতিটিক্ষণে তোমার রাঙা ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়
বসন্তের ঘ্রাণ নিয়ে নতুন স্বপ্নের উল্লাসে,
আগামী বসন্তের উৎসাহে বেঁচে থাকতে।