Print Friendly, PDF & Email

বরিশাল অফিস:- জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম এবং বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার বনিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার রাতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রমতে, জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরেছেন। আর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস ভারত থেকে দেশে এসেছেন।

তাদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু তাদের শরীরে করোনা ভাইরাসের কোন সংক্রামন খুঁজে পাওয়া যায়নি। তার পরেও করোনা ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে তাদের দুইজনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা কোয়ারেন্টাইনে থাকবেন।

Share.
Exit mobile version