বরিশাল অফিস:- জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার অসংখ্য প্রবাসীরা দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে না এসে প্রকাশ্যে হাট ও
বাজারে ঘোরাফেরা করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

খোঁজনিয়ে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা প্রতিরোধে সচেতনামূলক পোস্ট করলেও মাঠপর্যায়ে তারা কোন খোঁজ খবর নিচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে।

সূত্রমতে, গৌরনদীর বার্থী এলাকায় অতিসম্প্রতি ইতালি থেকে ফিরেছেন মামুন সরদার ও দুলাল সরদার। একই উপজেলার কটস্থল গ্রামে ফিরেছেন ইতালি প্রবাসী মাসুদ মাঝি ও জিয়া মাঝি। বড় দুলালি গ্রামের নিজাম মুন্সি ও জলিল সরদার ইতালি, বাউরগাতি গ্রামের আবুল মোল্লা এবং টরকী বন্দর মসজিদ মার্কেটের নিউ খান গার্মেন্টসের মালিকের ভাই মতিউর রহমান মতি কানাডা থেকে, কসবা গ্রামের আয়াতুল্লাহ খমেনি নামের এক প্রবাসী ফ্রান্স থেকে বাড়িতে ফিরে হোম কোয়ারেন্টিনে না এসে তারা প্রকাশ্যে হাট ও বাজারে ঘুরে বেড়াচ্ছে। একইভাবে আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে ইতালি থেকে একই পরিবারের তিনজনসহ মালেশিয়া ও ফ্রান্স থেকে অতিসম্প্রতি বাড়িতে ফিরে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন অসংখ্য প্রবাসীরা। কয়েকজন প্রবাসীর সাথে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের বলেন, তাদের এয়ারপোর্টে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। তাদের শরীরে করোনার কোন সংক্রমণ পাওয়া যায়নি। তারপরেও হোম কোয়ারেন্টিনে না গিয়ে ওইসব প্রবাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Share.
Exit mobile version