বরিশাল অফিস:- বরিশাল নগরীর সব আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে এবার বন্ধ করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।

শনিবার সকালে প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে বুধবার থেকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র বৃহত্তর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নগরীর সব আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের প্রতি আহবান করা হয়েছে।

Share.
Exit mobile version