Print Friendly, PDF & Email

বরিশাল অফিস:- বরিশাল নগরীর সোনামিয়ার পুল সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্বারকৃত নিহত ব্যক্তির নাম হানিফ হাওলাদার (৩৮) ।

শনিবার বিকেলে ওই এলাকার নাছির মডেল টাউনের পিছনের একটি মাছ চাষের পুকুর থেকে হানিফের লাশ উদ্ধার করা হয়। মৃত হানিফ হাওলাদার সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল বারেক হাওলাদারের পুত্র পেশায় একজন স্টিলের সরঞ্জাম তৈরির মিস্ত্রি। সোনামিয়ার পুল বাজারের নাঈম স্টিল নামক দোকানে কাজ করতেন হানিফ।

এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, খবর পেয়ে থানা পুলিশ হানিফের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে হানিফ একজন মৃগি রোগী ছিলেন।

Share.
Exit mobile version