রাঙা প্রভাত ডেস্ক:- বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় সবধরনের স্বল্পমেয়াদী ভ্রমণার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর। সোমবার থেকে কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)।
বিবৃতিতে জানানো হয়, কেবলমাত্র স্বাস্থ্য ও পরিবহনের মতো জরুরি সেবায় নিয়োজিত থাকলেই ওয়ার্ক পারমিটধারী এবং তাদের ওপর নির্ভরশীলদের সিঙ্গাপুরে ফিরতে দেয়া হবে। এছাড়া সবধরনের ভ্রমণার্থী ও ট্রানজিট ব্যবহারকারীদের প্রবেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
গত শনিবার সিঙ্গাপুরে করোনা আক্রান্ত দু’জনের মৃত্যুর পরপরই এ নিষেধাজ্ঞা দিল এমওএইচ।
সিঙ্গাপুরে এ পর্যন্ত অন্তত ৪৩২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্যে মারা গেছেন দু’জন। অন্তত ১৪০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। ২৯০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস